ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশের উন্নয়নে অবদান রাখছে প্রাণিসম্পদ বিভাগ

প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১১ মার্চ ২০১৬

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশের উন্নয়নে প্রাণিসম্পদ বিভাগ অবদান রেখে চলছে। জনগণের যথাযথভাবে পুষ্টিমান খাদ্যের যোগান দিতে প্রাণিজ আমিষ উৎপাদনের বিকল্প নেই। দেশকে দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হলে কৃত্রিম প্রজননের ওপর গুরুত্ব দিতে হবে।

শুক্রবার দুপুরে বাগেরহাটের ফকিরহাট মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি এবং মৎস্যসহ প্রতিটি ক্ষেত্রে বাংলদেশ অভূতপূর্ব সফলতা অর্জন করছে। দেশে আগের তুলনায় দুধ, ডিম এবং মাংসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এগুলোর আরো বৃদ্ধি করতে হলে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগকে শক্তিশালী করতে হবে। এসময় তিনি কৃত্রিম প্রজনন কার্যক্রমকে আরো গতিশীল এবং আধুনিকায়ন করে তা সঠিকভাবে বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Khulna-cow

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মীর শওকাত আলী বাদশা, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক অজয় কুমার রায়, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কাজী ওয়াছি উদ্দিন, বাগেরহাটের এডিসি (রাজস্ব) মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেলে প্রতিমন্ত্রী ডুমুরিয়ার খর্ণিয়া বাজার কেন্দ্রীয় মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং সন্ধ্যায় খুলনা শীতলাবাড়ী মন্দিরে সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।

আলমগীর হান্নান/এআরএ/এমএস