প্রাইভেটকারে মিললো ৪৭ হাজার ইয়াবা, নারীসহ গ্রেফতার ৪
ইয়াবাসহ আটক চারজন
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৪৭ হাজার ৪০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আমির খসরু।
এর আগে বুধবার দিনগত রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কক্সবাজার সদরের বারোয়াখালির মোস্তার আহমেদের ছেলে সায়েদ ইসতিয়াক আহাম্মদ (৩৮), চট্টগ্রামের পাঁচলাইশের কামরুল ইসলাম ভূঁইয়ার ছেলে দৌলত আজিম ভূঁইয়া (৪৩), তার স্ত্রী মীম আক্তার ওরফে খুশী (১৮) এবং কুমিল্লার লাকসামের জয়নাল আবেদীনের ছেলে মুজিবুল হক (৩২)।
পুলিশ জানায়, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহ হলে একটি সাদা রঙের প্রাইভেটকার থামতে বলা হয়। কিন্তু তারা তখন পালানোর চেষ্টা করে। ধাওয়া করে গাড়ি তল্লাশির পর ৪৭ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।
রাশেদুল ইসলাম রাজু/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে: হাসনাত আবদুল্লাহ
- ২ মামলা সংক্রান্ত জটিলতায় জামায়াত প্রার্থী আযাদের মনোনয়ন বাতিল
- ৩ ৯৯ লাখ টাকার সম্পদের মালিক রফিকুল ইসলাম খান, বার্ষিক আয় ১৫ লাখ
- ৪ জামায়াতের প্রার্থী হাফিজের আছে উপহারের ২০ ভরি সোনা
- ৫ আইনের ফাঁকফোকরে ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে