ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাল্যবিয়ের চেষ্টায় মেয়ের ভাইয়ের কারাদণ্ড

প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১২ মার্চ ২০১৬

গাইবান্ধার  সাদুল্যাপুর উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতিকে (১৫) বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অপরাধে তার ভাই মো. জহির উদ্দিনকে (২৮) এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল্লা আল মামুন তালুকদার শনিবার দুপুর ১২টার দিকে এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত জহির উদ্দিন সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

সাদুল্যাপুর থানা সূত্রে জানা যায়, জহির উদ্দিন তার ছোট বোন মহিষবান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতির বিয়ে ঠিক করেন একই গ্রামের একটি ছেলের সঙ্গে। শুক্রবার রাতে বাল্যবিয়ের খবর পেয়ে মেয়ের বাড়িতে অভিযান চালিয়ে জহির উদ্দিনকে আটক করে থানায় আনা হয়। শনিবার দুপুরে তাকে ইউএনও’র কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, দণ্ডপ্রাপ্ত জহিরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল্লা আল মামুন তালুকদার জানান, সাদুল্যাপুর উপজেলাকে বাল্যবিয়ে ও শিশুবিয়ে মুক্ত ঘোষণা করতে ইতোমধ্যে চার ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। তাই বাল্যবিয়ে প্রতিরোধ করতে সম্ভাব্য সব কিছু করা হবে।

অমিত দাশ/এফএ/এবিএস