ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১২ মার্চ ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে আনিসুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আনিসুর উপজেলার দুধরাজপুর গ্রামের ইউনুস মণ্ডলের ছেলে।

শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহানাজ পারভীন এ দণ্ডাদেশ দেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার দুধরাজপুর গ্রাম থেকে গাঁজাসহ আনিসুর রহমানকে আটক করা হয়।
এরপর শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৭(ক) ধারায় আনিছুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এআরএ/এবিএস