ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সৈয়দপুরে সভা ও সমাবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১১:২৪ এএম, ১২ মার্চ ২০১৬

নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের কয়ানিজপাড়ায় অবস্থিত সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অনিয়ম ও দুর্নীতির বিরূদ্ধে আন্দোলনের জের ধরে কলেজ ক্যাম্পাস ও আসেপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার  (১১ মার্চ) সৈয়দপুর  উপজেলা  নির্বাহী  কর্মকর্তা  (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মুসা এ নিষেধাজ্ঞা জারি করলে শুক্রবার বিকালে এবং শনিবার সকালে শহরে এ নিয়ে মাইকিং করা হয়।

সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও  সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হকের ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও কোটি টাকা আত্মসাতের অভিযোগে অপসারণের দাবিতে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা আন্দোলন করে আসছিলেন। একই দাবিতে বৃহস্পতিবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ও পালন করা হয়।

আন্দোলনকারীদের দাবি তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। কিন্তু ঘটনাটি ভিন্নখাতে প্রবাহে শান্তিপূর্ণ আন্দোলনকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের অজুহাত সৃষ্টি করা হয়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠানের সৃষ্ট সমস্যা সমাধানের জন্য শুক্রবার বিকেলে কলেজ চত্বরে সভা আহ্বান করে পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের পক্ষে মাইকিং করা হয়। এ ঘটনার পর পরই মানববন্ধনকারীরা পাল্টা সভা আহ্বান করে মাইকিং করেন। পরিস্থিতি অবণতির আশঙ্কায় উপজেলা প্রশাসন কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় সভা, সমাবেশ ও মিছিলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

আন্দোলনকারীদের অভিযোগ করে বলেন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি আমিনুল হকের বিরুদ্ধে আমাদের আন্দোলন। সেখানে সৈয়দপুর বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আমজাদ হোসেন সরকার দুর্নীতির পক্ষে অবস্থান নিয়ে মাঠে নেমেছেন। এ সময় আন্দোলনকারীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জাগো নিউজকে জানান, শান্তি ভঙ্গের আশঙ্কায় কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় সভা, সমাবেশ ও মিছিলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে জানান তিনি।

জাহেদুল ইসলাম/এফএ/এবিএস