বরিশালে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত
বরিশাল নগরীর রূপাতলী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. জুয়েল (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার বিকেলে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল বেসরকারি এক পলিটেকনিকের শিক্ষার্থী এবং ঝালকাঠির নলছিটির কয়ারচর এলাকার সুলতান আহম্মেদের ছেলে।
শেরে-বাংলা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক মাসুম আহমেদ জানান, বাইসাইকেলে করে জুয়েল নলছিটি নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নগরীর রূপাতলী এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর মেডিকেলে ভর্তির এক ঘণ্টা পর তার মৃত্যু হয়।
সাইফ আমীন/এআরএ/আরআইপি