ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে নিখোঁজ ৪ শিশুর মধ্যে ৩ জন উদ্ধার

প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১২ মার্চ ২০১৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে নিখোঁজ হওয়া চার শিশুর মধ্যে তিনজনকে নবীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টায় নবীগঞ্জ উপজেলার বালিগাঁও গ্রাম থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

তারা হলো, বাহুবল উপজেলার পশ্চিম শাহাপুর প্রকাশিত চারগাঁও গ্রামের আহমদ রশিদ মনুর ছেলে তানভীর রশিদ রাফি (১৩), তার ভাগ্নে একই উপজেলার আব্দানারায়ন গ্রামের আব্দুল আহাদের ছেলে ইমতিয়াজ আহমেদ (১২) ও নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে আজহারুল ইসলাম নয়ন (১২)।

অপরজন সদর উপজেলার দরিয়াপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে সোহানুর রহমান (১১) তার বাড়িতে চলে গেছে। তার খোঁজেও বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির।

উদ্ধার হওয়া শিশু আজহারুল ইসলাম নয়নের বড় ভাই ফাহিম মিয়া জানান, শনিবার রাতে তারা বালিগাঁও গ্রামের ফুফুর বাড়িতে গিয়েছিল। শায়েস্তাগঞ্জের দরিয়াপুরের সোহানুর তার বাড়িতে চলে গেছে বলে উদ্ধারকৃত শিশুরা জানিয়েছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, নবীগঞ্জের বালিগাঁও গ্রাম থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে। অন্যজনের খোঁজে তার বাড়িতে লোক পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার জুম্মার নামাজের পর থেকে তারা নিখোঁজ হয়। চার শিশুই শায়েস্তাগঞ্জের সুতাং বাজার বাছিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও হাজী সুরুজ আলী সুন্নীয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।

স্থানীয়রা জানান, পাঞ্জাবি বানানোর কথা বলে শুক্রবার বিকেলে চার ছাত্র মাদরাসা থেকে বের হয়ে শায়েস্তাগঞ্জ যায়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় নিখোঁজ শিশুদের পরিবারের লোকজন উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন। সন্তানদের ফেরত পেতে তারা নানা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছেন। পুলিশও তাদের খোঁজে বিভিন্ন স্থানে খবর নেয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/বিএ

আরও পড়ুন