ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নন্দীগ্রামে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১০ জুন ২০২৩

বগুড়ার নন্দীগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক শাহাবুল ইসলাম (২৪) নিহত হয়েছেন।

শনিবার (১০ জুন) ভোর ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহাবুল ইসলাম রাজশাহী জেলার বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে।

আরও পড়ুন: নন্দীগ্রামে কোরবানির জন্য প্রস্তুত ৪৯ হাজার পশু

কুন্দারহাট হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাছ বোঝাই সিএনজিচালিত অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যান।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। অটোরিকশা ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।

জেএস/এএসএম