ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১১ জুন ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ইয়াসিন আলী (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১জুন) সকাল ১১টার দিকে মহানন্দা নদীর খালঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (দুপুরে) ফায়ার সার্ভিসের ডুবুরিদল ইয়াসিনের মরদেহ উদ্ধার করে। ইয়াসিন আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগ মহল্লার মৃত দুরুল হোদার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, বেলা ১১টার দিকে আরও দুই বন্ধুকে নিয়ে ইয়াসিন মহানন্দা নদীর খালঘাট এলাকায় গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা বাঁধন ও মুন্নাকে উদ্ধার করেন।

আরও পড়ুন: পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু 

ইয়াসিন আলীর মা তাসলিমা বেগম বলেন, সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয় ইয়াসিন। পরে সাড়ে ১১টার দিকে খবর পাই সে পানিতে ডুবে মারা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসকর্মীরা মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করে। মরদেহ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মো. সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস