খুলনায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৩:১৪ এএম, ২৮ মার্চ ২০২৩
প্রতীকী ছবি

খুলনার তেরখাদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে শাহরিয়ার সিকদার (৭) ও শায়েন সিকদার (৪) নামে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার হাড়িখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু সরফরাজ সিকদার ওরফে ফরহাদ শিকদারের ছেলে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহরুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের পরিবারের সদস্যরা জানায়, তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামের সরফরাজ সিকদার ওরফে ফরহাদ শিকদারের দুই ছেলে খেলার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছু সময় পরে তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে।

পরে দু’জনকে এক সঙ্গে পুকুরের পানিতে ভাসতে দেখে যায়। এ সময় তাদের উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলমগীর হান্নান/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।