আশুগঞ্জে আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম মিয়ার নির্বাচনী কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোর ৩টার দিকে আড়াইসিধা ইউনিয়নের ভূইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ভোরে কে বা কারা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম মিয়ার নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাচনে ব্যবহৃত বিভিন্ন ব্যানার, পোস্টার ও আনুষঙ্গিক জিনিসপত্র পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সময় কার্যালয়ে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম মিয়া জাগো নিউজকে বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যই তার নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন তিনি।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার