ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১১ জুন ২০২৩

 

ঝালকাঠির রাজাপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

রোববার (১১ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ডহর শংকর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মিজানুর রহমান নামের একজন ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন।

রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন বাগেরহাটের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে শহীদুল ইসলাম হাওলাদার (৫৯), ঝালকাঠির গোয়ালকান্দা এলাকার বকলু হাওলাদারের ছেলে এনায়েত হাওলাদার (৪২), লক্ষ্মীপুর সদরের মৃত আ. সাত্তারের ছেলে কামাল উদ্দিন (৪৫), ভোলার দক্ষিণ আইচা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আমান উল্লাহ, (৩৯), লালমোহন এলাকার মৃত শওকত হাওলাদারের ছেলে শামীম হাওলাদার (১৮) ও নোয়াখালীর শ্রীনন্দ এলাকার মৃত আবুল মোবারকের ছেলে সৈয়দ মো. নিজাম উদ্দিন (৪২)।

পুলিশ জানায়, রোববার ভোরের দিকে দুদক কর্মকর্তা পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মিজানুর রহমানের কাছে চাঁদা দাবি করেন অভিযুক্তরা। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাদের আটক করে।

এসআই সঞ্জীব কুমার বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় আটক ছয়জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আতিকুর রহমান/এসআর/জিকেএস