ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের ৩ দিন পর হোটেলে মিললো অটোচালকের মরদেহ

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৯:০৯ এএম, ১২ জুন ২০২৩

মেহেরপুর শহরের আবাসিক হোটেল এজাজ প্লাজার চতুর্থ তলা থেকে হাত-পা বাধা অবস্থায় গলাকাটা এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জুন) বিকেলে হোটেল থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় কর্তৃপক্ষ। পরে সেখান থেকে অটোরিকশাচালক আব্দুর রহমানের (৫৮) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান উপজেলার শোলমারী গ্রামের মৃত আব্দুর রহিম আমিনের ছেলে।

নিখোঁজের ৩ দিন পর হোটেল থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

আরও পড়ুন: পাখিভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও শিশুর মৃত্যু

নিহতের ভাই মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে খাবার সময় উজলপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে নাহিদ একটি ভাড়া আছে বলে ফোন দিয়ে আব্দুর রহমানকে ডেকে নেয়। তারপর থেকে তার আর কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। রোববার দুপুরে জানতে পারে চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে তার ভাই। সেখানে গিয়ে দেখা যায় সে আব্দুর রহমান না। বিকেলে তারা মেহেরপুর শহরে ফিরে আসেন। এখানে সন্ধ্যান মেলে একটি মরদেহের। পরে পরিবারের সদস্যরা তাকে দেখে পুলিশকে নিশ্চিত করে এটি আব্দুর রহমানের মরদেহ। তবে এখন পর্যন্ত তার অটোরিকশাটি পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে মরদেহটি দুই-তিনদিন আগের। হোটেলের সামনের সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে। আর কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/জেএস/জেআইএম