পাখিভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পাখিভ্যানে (স্থানীয় নাম) চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও তার কোলে থাকা ১৪ মাসের শিশু মারা গেছে। মৃতরা হলেন- তাসলিমা খাতুন (২৪) ও তার শিশুকন্যা মাহি।
মঙ্গলবার (৬ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে নিজ বাড়িতে পাখিভ্যানের (ব্যাটারিচালিত ভ্যান) চার্জার লাইন থেকে এ দুর্ঘটনা ঘটে। তাসলিমা হাড়াভাঙ্গা গ্রামের দিনমজুর ভ্যানচালক মিন্টু মিয়ার স্ত্রী।
আরও পড়ুন>> চুয়াডাঙ্গায় পাখিভ্যান উল্টে প্রাণ গেল যাত্রীর
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, রাতে বাড়ির আঙিনায় পাখিভ্যানের চার্জার সংযোগ দেওয়া হয়। প্রতিদিনের মতো আজ রাতে চার্জার সংযোগ দিতে যান তাসলিমা খাতুন। এ সময় ১৪ মাস বয়সী শিশুকন্যা মাহি তার কোলে ছিল। বিদ্যুতের লাইনের সঙ্গে পাখিভ্যানের চার্জার সংযোগ দিতেই তাসলিমা বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে মা ও শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন>> পাখিভ্যান থেকে পড়ে বাবা আহত, ছেলে নিহত
‘মা ও কোলের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে’ বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আসিফ ইকবাল/এএএইচ