ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে মাদক মামলায় ৩ কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৫:২২ এএম, ১৩ জুন ২০২৩

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের চাঁচড়া রায়পাড়ার আব্দুর রহিমের ছেলে শুকুর আলী, মৃত আব্দুল হালিমের ছেলে ফিরোজ আহম্মেদ ও মোসলেম উদ্দিনের ছেলে সোহাগ।

সোমবার (১২ জুন) যশোরের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এ রায় দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ২১ মে রাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি শুকুর আলী, ফিরোজ আহম্মেদ ও সোহাগকে আটক করে। ভোরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রায়পাড়ায় মাটিতে পুঁতে রাখা ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি আমির হোসেন আটক তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

তদন্ত শেষে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ওই বছরের ২৩ ডিসেম্বর তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। জরিমানা অনাদায়ে তাদের আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণা শেষে আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।

এ ব্যাপারে আসামিপক্ষের আইনজীবী আলিমুজ্জামান লিটন জানিয়েছেন, আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। সে কারণে উচ্চ আদালতে আপিল করা হবে। আপিলে আসামিরা খালাস পাবেন আশা করি।

মিলন রহমান/এমকেআর