ভেড়ামারায় বাড়ির সিঁড়ি থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারায় বাড়ির সিঁড়ি থেকে তুষার মণ্ডল জিম (২০) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে ভেড়ামারা শহরের প্রফেসরপাড়ার জনৈক গোলাম মোস্তফা রুবেলের খালি বাড়ির সিঁড়ির ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথার পেছনে ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে জিমকে হত্যা করা হয়েছে।
নিহত তুষার মণ্ডল জিম ভেড়ামারার প্রফেসরপাড়া এলাকার ফজলু মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জিমকে পেছন থেকে ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখনো জানা সম্ভব হয়নি। কুষ্টিয়া থেকে সিআইডি পুলিশের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। খুব দ্রুত হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করি।
আল-মামুন সাগর/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান