ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লাখ টাকার জালনোটসহ আটক দুই প্রতারক কারাগারে

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৩ জুন ২০২৩

মাদারীপুরের শিবচর উপজেলার কাবিলপুর এলাকা থেকে এক লাখ ২০ হাজার টাকার জালনোটসহ আটক দুই প্রতারককে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে যাওয়া দুইজন হলেন শিবচর উপজেলার কাবিলপুর এলাকার মোতালেব হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার (২৩) এবং একই এলাকার দাদন মিয়ার ছেলে জোবায়ের মিয়া (২১)।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, কোরবানির হাটে কয়েকজন প্রতারক জাল নোট ছড়িয়ে দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার (১২ জুন) রাতে মাদারীপুরের শিবচর উপজেলার কাবিলপুর এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানে সন্দেহভাজন দুই তরুণকে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকার জালনোট ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন বলেন, দুজন প্রতারকসহ এক লাখ ২০ হাজার টাকার জালনোট জব্দ করা হয়। মঙ্গলবার সকালে শিবচর থানায় ডিবি বাদী হয়ে মামলা করে। দুপুরে আদালতে আসামিদের হাজির করা হয়। আদালতের বিচারক দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এমআরআর/এমএস