মামলার ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
মোটরসাইকেল চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৩ জুন) সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন মো. রবিউল ইসলাম (২২) ও তার সহযোগী মো. আপেল আকন্দ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৪ এর জামালপুরের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।
আরও পড়ুন: ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতেন ঢাবি শিক্ষার্থী
তিনি জানান, সোমবার বিকেলে সদর উপজেলার বেলটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় রাশেদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি রাতেই সদর থানায় মামলা করেন। পরে ১৩ জুন সকালে র্যাবের একটি দল মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুটি মোবাইল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: যার কাছে চোরাই মোটরসাইকেল পাবো তাকেই গ্রেফতার: হারুন
র্যাব কর্মকর্তা আশিক উজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মো. নাসিম উদ্দিন/জেডএইচ/