ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

প্রকাশিত: ০৯:১৪ এএম, ১৩ মার্চ ২০১৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঁচলিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় ডা. আব্দুল হান্নান (৪০) নামে এক হোমিওপ্যাথি চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। রোববার দুপুরে নলকা-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ডা. আব্দুল হান্নান পাচলিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে রংপুরগামী খালেক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়ায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি চায়ের ও ওষুধের দোকানে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে ৬ জন আহত হয়। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্নান মারা যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
 
বাদল ভৌমিক/এসএস/এবিএস