দুর্ঘটনাকবলিত অটো থেকে বেরিয়ে এলো ফেনসিডিল-গাঁজা
দুর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে ফেনসিডিল-গাঁজা জব্দ করে পুলিশ
ফেনীর দেবীপুরে সড়ক দুর্ঘটনায় পতিত একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৮০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ।
বুধবার (১৪ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মা মনি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল জাগো নিউজকে বলেন, ওই স্থানে সড়ক দুর্ঘটনায় পতিত অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়ার সময় ভেতরে থাকা বস্তার মধ্যে ৮০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা পাওয়া যায়।
ওসি আরও বলেন, অটোরিকশার কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এ বিষয়ে ফেনী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।
আবদুল্লাহ আল-মামুন/এসজে/জিকেএস