রাজবাড়ীতে ৩ ওষুধ দোকানির জরিমানা
রাজবাড়ীর কালুখালীতে তিন ওষুধ দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

আরও পড়ুন: ওষুধের দোকানে নিষিদ্ধ ট্যাবলেট, দোকানিকে জরিমানা
তিনি জানান, সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রতনদিয়া বাজারের মেসার্স হোসেন মেডিকেল হল ও সার্কেল মেডিকেল হলকে ৫ হাজার করে ও মেসার্স সঞ্চিতা ড্রাগ হাউজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
রুবেলুর রহমান/আরএইচ/এমএস