ওষুধের দোকানে নিষিদ্ধ ট্যাবলেট, দোকানিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২৮ জুলাই ২০২০

নওগাঁয় ওষুধের দোকানে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট রাখার দায়ে এক দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার-নওগাঁ রজাকপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন।

মির্জা ইমাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর শহরের পার-নওগাঁ রজাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ‘হক মেডিক্যাল স্টোর’ নামে একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১৯টি টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পরে হক মেডিক্যাল স্টোরের মালিক একরামুল হক বকুলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক লোকমান হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্বাস আলী/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।