ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলি সরবরাহকালে দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৪ জুন ২০২৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলি সরবরাহকালে দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) বিকাল ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন কোটবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের-৪ ব্লক-সি/২ এর আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২০) ও ক্যাম্প-৩ ব্লক-সি/৩৬ এর রশিদ উল্লাহের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০)।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের সময় ২ যুবক গ্রেফতার 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গত তিনদিন ধরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমারা কোটবাজার এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি দেশিয় অস্ত্র ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি জব্দ করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে রামু এলাকা থেকে অস্ত্র-গুলি সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। গ্রেফতারদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস