ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১৫ জুন ২০২৩

জয়পুরহাটের কালাইয়ে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূর ইসলাম এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড 

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালাই উপজেলার গোপীনাথপুর (আপলাপাড়া) গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান, রফিকুল ইসলাম অফির ও আব্দুল কুদ্দুস।

jagonews24

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোটেক নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, ২০১৬ সালের ৩০ এপ্রিল সকালে আসামিরা বাড়ির পাশের জমি থেকে মাটি তুলে জায়গা ভরাট করার সময় একই এলাকার সোলায়মান আলী বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে সোলায়মানের মাথায় কোদাল দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম কালাই থানায় মামলা করেন। সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে তিনজনের যাবজ্জীবন কারা দেন আদালত। মামলার পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন।

আরএইচ/জিকেএস