ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তাৎক্ষণিক চাকরি পেলেন ফেনীর ১৭ যুবক

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ১০:৫৭ পিএম, ১৭ জুন ২০২৩

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে স্কিল কম্পিটিশন, সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। জব ফেয়ারে ১৭ বেকার যুবককে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে তাৎক্ষণিক চাকরি দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রকল্পের অর্থায়নে ও ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ফেনীর নির্বাহী প্রকৌশলী ইশরাত নুসরাত সিদ্দিকী, পিডিবি ফেনীর নির্বাহী প্রকৌশলী আ স ম রেজাউন নবী, জেলা অ্যাকাউটন্স ও ফাইন্যান্স অফিসার এটিএম মাহমুদুল করিম এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ইক্যুইপমেন্ট অফিসার এনামুল হক রাকিব। স্বাগত বক্তব্য রাখেন ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অ্যাকাডেমিক ইনচার্জ দেবব্রত কুমার নাথ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

স্কিল কম্পিটিশনে ইনস্টিটিউটের তিনটি বিভাগের শিক্ষার্থীরা নয়টি প্রজেক্ট উপস্থাপন করেন। অতিথিরা প্রজেক্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সেমিনারে শিল্পপ্রতিষ্ঠান মালিক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।

বিকালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের প্রশিক্ষক আবদুস সোবহান শামীম। প্রধান অতিথি ছিলেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসা। বিশেষ অতিথি ছিলেন পিডিবি ফেনীর নির্বাহী প্রকৌশলী আ স ম রেজাউন নবী।

ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের অ্যাকাডেমিক ইনচার্জ দেবব্রত কুমার নাথ।

এছাড়া, দিনব্যাপী চাকরি মেলায় দুটি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এবিএএম/কেএএ