ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিঙাড়ার বিল চাওয়ায় হোটেলমালিকের শরীরে গরম তেল ঢেলে দিলেন ক্রেতা

উপজেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:২৮ এএম, ২০ জুন ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাকিতে শিঙাড়া বিক্রি না করায় রিপন মিয়া (২৭) নামের এক হোটেলমালিকের গায়ে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে ক্রেতার বিরুদ্ধে।

সোমবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিপনকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ রিপন মিয়া উপজেলার মাহমুদাবাদ এলাকার আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ টঙ্গীরঘাট এলাকায় খাবার হোটেলে অন্যান্য খাবারের পাশাপাশি শিঙাড়া বিক্রি করেন রিপ মিয়া। সোমবার রাত ৮টার দিকে একই এলাকার দেলোয়ার সিকদারের ছেলে মাদকাসক্ত রাব্বি সিকদার দোকান এসে শিঙাড়া খেয়ে বিল পরিশোধ না করে চলে যেতে থাকেন। এসময় হোটেলমালিক রিপন খাবারের বিল চাইলে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে রাব্বি ক্ষিপ্ত হয়ে পাশে কড়াইয়ে থাকা গরম তেল নিয়ে রিপনের শরীরে ঢেলে দেন। এতে রিপন মিয়া শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুল মতিন জানান, ফুটন্ত তেলে রিপনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত )আতাউর রহমান জাগো নিউজকে বলেন, এ ধরনের সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

এসআর/জিকেএস