ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে ঢাকা-সিলেট-এশিয়ান হাইওয়েতে দীর্ঘ যানজট

উপজেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২০ জুন ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃষ্টিতে ঢাকা-সিলেট এবং এশিয়ান হাইওয়েতে (ঢাকা বাইপাস মহাসড়ক) দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বিকেল ৩টা থেকে এ যানজট শুরু হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও কমছে না জট। ফলে দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী পরিবহনের চালকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

খোঁজ নিয়ে জান যায়, ব্যস্ততম এ দুটি মহাসড়কে যানজট ও গাড়ি চলাকালে ধীরগতি নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম থেকে প্রতিদিন শতশত কন্টেইনার ও মালবাহী ট্রাক এশিয়ান হাইওয়ে দিয়ে গোলাকান্দইল হয়ে উত্তরাঞ্চলে যাচ্ছে। অপরদিকে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে প্রায় ৫০টি রুটের অসংখ্য গাড়ি চলাচলের কারণে যানবাহনের চাপ সৃষ্টি হচ্ছে।

এরমধ্যে বৃষ্টির কারণে গাড়ি বিকল হওয়াসহ দুর্ঘটনার ভয়ে মালবোঝাই ট্রাক ও কন্টেইনার রাস্তার পাশের কাচা অংশে নামছে না। আবার লেগুনাসহ কিছু ছোট যানবাহন তাড়াতাড়ি যাওয়ার জন্য সড়কের পাশে কাদামাটি দিয়ে যেতে গিয়ে বিকল হয়ে পড়ছে। এতে সৃষ্টি হচ্ছে যানজটের। গাড়ির এ দীর্ঘলাইনে আটকে দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী পরিবহনের চালকরা ঘণ্টার পর ঘণ্টা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

যাত্রী ও পরিবহন চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল ৩টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে আউখাব পর্যন্ত ১২ কিলোমিটার ও এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশ থেকে বস্তুল পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে আসা কাভার্ডভ্যানচালক মাসুদ হাবিব বলেন, প্রতি সপ্তাহেই ট্রিপ নিয়ে রূপগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন কারখানায় আসা হয়। বস্তুল থেকে দেড় ঘণ্টায় গাউছিয়া এলাম। বৃষ্টিতে গাড়ি রাস্তা থেকে নিচে নামছে না। তাই রাস্তায় যানবাহনের ধীরগতিসহ দীর্ঘ যানজট তৈরি হয়েছে। কখন গন্তব্যে পৌঁছাবো সেটাও বুঝতে পারছি না।

যাত্রী নিয়ে নিয়মিত যাতায়াত করা লেগুনাচালক আনোয়ার হোসেন বলেন, বিকেল থেকেই যানবাহনের দীর্ঘ লাইন লেগে আছে। বৃষ্টিতে পাকা রাস্তার পাশে কাদা হয়ে গেছে। তাই নিচ দিয়ে যাওয়া বিপজ্জনক হয়ে গেছে।

বিল্লাল হোসেন নামে এক বাসযাত্রী বলেন, অসুস্থ মাকে নিয়ে ঢাকার হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাচ্ছি। এক ঘণ্টা ধরে জ্যামে আটকে আছি। এখনো কাঞ্চন ব্রিজ পার হতে পারিনি। কখন বাড়িতে পৌঁছাতে পারবো জানি না।

এ বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশের পরিদর্শক খাইরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বৃষ্টির কারণে মহাসড়কের পাশে নিচের রাস্তা কাদা হয়ে যাওয়ায় যানবাহনের ধীরগতি হয়ে আস্তে আস্তে যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ নিরলস কাজ করছে। আশা করি, অল্প সময়ের ভেতর সড়কে যানচলাচল স্বাভাবিক হবে।

এমআরআর/এএসএম