পাবনায় বজ্রপাতে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে
ফাইল ছবি
পাবনার বেড়া উপজেলায় বজ্রপাতে আরব ফকির (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে উপজেলার নতুনভাড়েঙ্গা ইউনিয়নের শিশারচরে এ ঘটনা ঘটে। মৃত আরব ফকির শিশারচরের গহর ফকিরের ছেলে।
আহত নারী হলেন আরব ফকিরের স্ত্রী নাজমা খাতুন (৪৫)। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশারচরে আরব ফকির ও তার স্ত্রী নাজমা বৃষ্টির মধ্যে ফসল ঘরে তোলার কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আরব ফকির মারা যান। গুরুতর আহত নাজমাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নতুনভাড়েঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাদিউল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আমিন ইসলাম জুয়েল/এসজে/এমএস