খুলনা নগর ভবনে আগুন
ফাইল ছবি
খুলনা সিটি কর্পোরেশন ভবনের পঞ্চম তলায় লাইসেন্স শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস জানান, সকাল পৌনে ৯টার দিকে অফিস সহকারী কামরুল ইসলাম পঞ্চম তলার জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনে লাইসেন্স শাখার মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে।
আলমগীর হান্নান/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ২ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৩ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৪ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৫ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের