ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে সাড়ে ৪ হাজার কেজি জাটকা জব্দ

প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১৪ মার্চ ২০১৬

মুন্সীগঞ্জের মেঘনা থেকে সাড়ে ৪ হাজার কেজি  জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার ভোর ৬ টায় গজারিয়া উপজেলার মেঘনার মোহনা থেকে ঢাকাগামী এমভি মাহিন রিফাত ও আব্দুল ছাত্তার নামের দুটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়।

এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

জাটকা জব্দের বিষয়টি নিশ্চিত করে বিশাল এই চালান আটকের তত্ত্বাবধানকারী কোস্টগার্ডের লে. ইব্রাহীম জানান, ৩০টি ড্রামে ভর্তি করে এই জাটকাগুলো বাজারজাত করার জন্য ঢাকায় নেয়া হচ্ছিল।

প্রাথমিক তথ্য মতে, জাটকাগুলো ভোলা থেকে যাত্রীবাহী লঞ্চের মাধ্যামে ঢাকায় নেয়া হচ্ছিল।

এসএস/এমএস