ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে শব্দদূষণের দায়ে ৮ চালকের জরিমানা

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২১ জুন ২০২৩

কিশোরগঞ্জে শব্দদূষণের দায়ে আট পরিবহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ জুন) সদর উপজেলার বড়পুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, শব্দ দূষণ নিয়ন্ত্রণে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় আট পরিবহন চালককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: শব্দদূষণে যেসব কঠিন রোগ বাসা বাঁধছে শরীরে 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. উবায়দুর রহমান সাহেল জানান, আট চালককে জরিমানা করা হয়। এসময় সচেতনামূলক লিফটের বিতরণ করা হয়।

অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


এসকে রাসেল/আরএইচ/জিকেএস