ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে কারাগারে

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৪:১০ পিএম, ২২ জুন ২০২৩

শরীয়তপুরে বঁটি দিয়ে মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে মেহেদি হাসান জাহিদ মাঝিকে (২৫) আসামি করে মামলা করা হয়েছে।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে বুধবার (২১ জুন) সন্ধ্যার দিকে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহির কুশিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নারীর নাম নারগিছ বেগম (৪০)। তিনি ঘড়িষার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী সেলিম মাঝির স্ত্রী। এ ঘটনায় তিনি ছেলে জাহিদ মাঝির বিরুদ্ধে মামলা করেছেন।

আরও পড়ুন: শরীয়তপুরে মাকে কুপিয়ে হত্যা

পুলিশ ও পরিবার সূত্র জানায়, ঘড়িষার বাজারের হাজী জালালউদ্দিন মার্কেটের মালিক সেলিম মাঝি। সেলিম মাঝি-নারগিছ বেগম দম্পতির তিন ছেলেমেয়ে। জাহিদ সবার বড়। বুধবার বিকেলে বিয়ের দাওয়াত খেয়ে জাহিদের বাবা-মা বাড়িতে আসেন। পরে স্ত্রী ও ছেলে জাহিদকে বাড়িতে রেখে সেলিম মাঝি দোকানে চলে যান। সন্ধ্যায় সেলিম মাঝি ও তার ভাই শাহিন ঘরের দরজা বন্ধ দেখে ফাঁক দিয়ে নারগিছকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এসময় পাশে বঁটি দিয়ে জাহিদ দাঁড়িয়ে ছিলেন। পরে আশপাশের মানুষের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে রাতেই ছেলে জাহিদকে আসামি করে মামলা করেন সেলিম মাঝি।

নিহত নারগিছের স্বামী সেলিম মাঝি বলেন, ‘আমার স্ত্রী একজন শ্রেষ্ঠ নারী ছিলেন। সবসময় পর্দা করতেন। ইসলামের পথে চলতেন। এভাবে স্ত্রীকে হারাবো ভাবতে পারিনি। গতকাল রাতেই ছেলে জাহিদের নামে মামলা করেছি।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, জাহিদকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসআর/জিকেএস