ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এবার টেকনাফে ব্যবসায়ীকে অপহরণ

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৩ জুন ২০২৩

কক্সবাজারের টেকনাফে একদিনের ব্যবধানে ফের এক ব্যবসায়ীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২২ জুন) রাত ৮টার দিকে উপজেলার রোহিঙ্গা বাজার থেকে তাকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।

ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ ইসলাম কালো (৪৫)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড পূর্ব লেদা এলাকার কামাল হোসেনের ছেলে।

ভিকটিমের ছোট ভাই মো. হাসান জানান, রোহিঙ্গা বাজারে মোহাম্মদ ইসলাম মুদি দোকান করেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে দোকানের হিসাব শেষে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হলে তাকে সন্ত্রাসীরা ১০-১২ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে তাকে পাহাড়ের দিকে নিয়ে যায়।

আরও পড়ুন: বান্দরবানে ব্যবসায়ীকে অপহরণ

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, ব্যবসায়ী কালো অপহরণের শিকার হয়েছে বলে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি। এরপর হতে আমরা খোঁজ খবর নিচ্ছি। তাকে উদ্ধারের অভিযান চলছে।

গত বুধবার (২১ জুন) টেকনাফের চাকমারকুল ক্যাম্প-২১ সি/১ ব্লকের রিজিম উল্লাহ (২৫), রিয়াজ উদ্দিন (২১) ও মজিবুল্লাহকে (২৬) মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে দালাল চক্রের সদস্যরা আটক রাখেন। আটকের পর তাদের পরিবারের কাছে থেকে মুক্তিপণ হিসাবে ৩ লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা।

বিগত ৭ মাসে টেকনাফে ৮০ জনের বেশি লোক অপহরণের শিকার হয়েছেন। প্রত্যেক ভিকটিম অপহরণকারীদের মোটা অংকের মুক্তিপণের টাকা দিয়ে ফেরত আসে। মুক্তিপণের টাকা দিতে না পারায় টমটম (ইজিবাইক) চালকসহ চারজনকে অপহরণকারীরা খুন করেছে। এদের মাঝে একদিনেই কক্সবাজারের তিনজনকে খুন করা হয়।

সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস