বান্দরবানে ব্যবসায়ীকে অপহরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২১ এপ্রিল ২০২৩

বান্দরবানে খোরশেদ আলম (১৯) নামে এক তামাক ব্যাবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের বাঘমারা পাড়ার এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত খেরশেদ আলম কুহালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটতলি পাড়া এলাকার বাসিন্দা।

কুহালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. হেলাল উদ্দিন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, ২০ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১০টার সময় কালো পোশাক পরিহিত ৪-৫ জনের সশস্ত্র দল বাঘমারা পাড়ার নিকটবর্তী মুন্সি মিয়ার তামাক চুল্লী থেকে খোরশেদ আলম, মো. শফি(১৩) ও মংসা হ্লা মারমাকে (১২) ধরে নিয়ে যায়। পাহাড়ের দিকে কিছুদূর যাওয়ার পর অপহরণকারীরা মো. শফি ও মংসাহ্লা মারমাকে ছেড়ে দিয়ে খোরশেদ আলমকে নিয়ে যায়।এখন অবধি তার খোঁজ পাওয়া যায়নি।

তথ্যটি নিশ্চিত করে কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা বলেন, ৭ নম্বর ওয়ার্ড থেকে তিনজনকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরমধ্যে ২ জনকে ছেড়ে দিলেও খোরশেদকে ছাড়েনি। এব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বলেন, অপহরণ বিষয়ে ইউপি সদস্য জসিম জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নয়ন চক্রবর্তী/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।