ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

উপজেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৩ জুন ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়হান ও জয়নাল গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৬ নম্বর ওয়ার্ডের আজাহারের ছেলে মাসুদ (২১) ও বাদল মিয়ার ছেলে বাবলু (২৫)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রায়হান ও জয়নাল গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগেই আছে। এরই জের ধরে শুক্রবার বিকেলে চনপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে গুলি, ইটপাটকেল ছুড়তে থাকে। এতে জয়নাল গ্রুপের বাবলু ও মাসুদ নামের দুজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় ভর্তি করা হয়েছ।

এর আগেও চনপাড়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গত ১১ এপ্রিল জয়নাল, শমসের ও শাহাবুদ্দিন গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন। ১১ মে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জয়নাল, শমসর ও শাহাবুদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সৈয়দ নামের একজন গুলিবিদ্ধসহ তিন পক্ষের ২৪ জন আহত হন। প্রতিনিয়ত এসব সংঘর্ষের ঘটনায় চনপাড়ার সাধারণ মানুষ আতঙ্কে দিন পার করছেন।

চনপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মামুনুর রশীদ বলেন, এক ঘণ্টার চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসআর/এএসএম