সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ছুটে গেলেন এমপি
সামান্য বৃষ্টিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আদর্শ চাষাঢ়া ও আশপাশের এলাকাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান।
শুক্রবার (২৩ জুন) বিকেলে আদর্শ চাষাঢ়া এলাকার পঞ্চায়েত কমিটি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে সমাধানের আশ্বাস দেন তিনি। তাৎক্ষণিক ড্রেন পরিষ্কারের জন্য ১ লাখ টাকা অনুদান দেন শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, ঈদের পর এলজিইডির ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে ড্রেন বড় করাসহ জলাবদ্ধতা নিরসনে যা করার সব হবে। সেই সঙ্গে লিংক রোডের কাজ শেষ হলে এটা দেশের অন্যতম সুন্দর একটি সড়ক হবে। এ সড়কের পাশেই মেডিক্যাল কলেজ, আইটি ইন্সটিটিউটও হবে।
এ সময় শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু ও যুবলীগ নেতা জানে আলম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস