ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পশুহাটে অতিরিক্ত হাসিল আদায় করায় জরিমানা

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৪ জুন ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরবানির পশুহাটে অতিরিক্ত হাসিল আদায় করায় দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মহিমাগঞ্জে হাটে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল্লাহ বিন শফিক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহিমাগঞ্জ হাটের কোনো বৈধ ইজারাদার না থাকায় সরকারি ব্যবস্থাপনায় খাস আদায় পদ্ধতিতে হাটের চলতি বছরের কার্যক্রম চলছিল। কিন্তু ইজারাদার নামধারী একটি মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে অতিরিক্ত হাসিল আদায় করে আসছে। বিষয়টি জানতে পেরে শনিবার বিকেলে উপজেলা প্রশাসন হাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় পশুর হাটে সরকার নির্ধারিত রেটের চেয়ে তিনগুণ বেশি হাসিল আদায় করার সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনকে ৪০ হাজার ও অপরজনের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন শফিক জাগো নিউজকে বলেন, জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শামীম সরকার শাহীন/এসআর/জেআইএম