ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রোগীর শ্লীলতাহানির অভিযোগে ক্লিনিকে তালা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৩:০৬ এএম, ২৫ জুন ২০২৩

ফেনী শহরের ট্রাংক রোডের সুমন আরা ডেন্টাল নামের একটি চিকিৎসাকেন্দ্রে নারীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জুন) এ ঘটনার পর শনিবার (২৪ জুন) বিকেলে চিকিৎসাকেন্দ্রে তালা দিয়েছে রোগীর স্বজনরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দাঁতের চিকিৎসার জন্য সুমন আরা ডেন্টালে যান এক নারী। চিকিৎসার আসনে রেখে ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে নানাভাবে উত্ত্যক্ত করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সুমন আহমেদ।

পরে ওই রোগী বাড়িতে গিয়ে বিষয়টি তার অভিভাবকদের জানান। শনিবার থানায় এ বিষয়ে অভিযোগ দিয়ে বিকেলে রোগীর আত্মীয়-স্বজনরা পুলিশ নিয়ে সুমন আরা ডেন্টালে যান। বিষয়টি টের পেয়ে সুমন আত্মগোপনে গেলে রোগীর স্বজনরা প্রতিষ্ঠানটির প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

এ বিষয়ে অভিযুক্ত সুমন আহমেদকে মুঠোফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, সুমন আরা ডেন্টালে রোগীর শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে।

আবদুল্লাহ আল-মামুন/বিএ