নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ায় যুবক খুন
কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহেল মিয়া (২৮) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। রোববার রাতে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াইল কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল ওই গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ড মেম্বার পদ প্রার্থী জহিরুল ইসলাম জহিরের মোরগ প্রতীকের সমর্থনে কয়েকজন কর্মী সোহেলের বাড়ির সামনে গিয়ে স্লোগান দিচ্ছিলেন। এসময় সোহেল এতো রাতে তার বাড়ির সামনে স্লোগান দিতে মানা করেন। আর এ নিয়ে মোরগপ্রার্থীর সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এ ঘটনার আধাঘণ্টা পর রাত ১১টার দিকে বাড়ির অদূরে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু করেন।
নিহতের পরিবারের অভিযোগ, বাড়ির সামনে মিছিল করতে নিষেধ করায় জহিরের লোকজন সোহেলকে হত্যা করে।
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সোহেল মিয়া প্রতিদ্বন্দ্বি অপর মেম্বার প্রার্থী মকবুলের সমর্থক ছিলেন। এছাড়া জহিরুল ইসলাম জহিরের সঙ্গে সোহেল মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। এসব ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে জহির ও তার আত্মীয়-স্বজনরা পলাতক রয়েছে।
কিছুদিন আগে জহির কিশোরগঞ্জ থানায় দায়েরকৃত একটি দ্রুতবিচার আইনে দায়ের করা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নূর মোহাম্মদ/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি