ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের পোশাক কিনতে যাওয়ার সময় ট্রলির ধাক্কা, বাবা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৫ জুন ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ঈদের পোশাক কিনতে যাওয়ার সময় ট্রলির ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধর্মপুর গ্রামের বাসিন্দা একরামুল হক ও তার ছেলে মাসুদ রানা (৯)।

নিহত মাসুদ রানার ভাই মেহেদী হাসান জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বাবা ছোটভাইকে সাইকেলের পেছনে নিয়ে ঈদের পোশাক কিনতে যান। পথে সাইকেলের পেছনে ইটবোঝাই ট্রলি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ছোটভাই মারা যায় এবং বাবা মারাত্মক আহত হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেলে মারা যান।

jagonews24

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহতের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জাগো নিউজকে বলেন, ট্রলির ধাক্কায় দুজন নিহত হয়েছেন। ট্রলিচালক মিলন বাবুকে আটকের পুলিশে দিয়েছেন স্থানীয়রা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফজলুল করিম ফারাজী/এসজে/জিকেএস