ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোল দিয়ে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

জেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৬ জুন ২০২৩

ঈদে টানা পাঁচদিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর। সোমবার (২৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি জানান, ২৭ জুন মঙ্গলবার থেকে ১ জুলাই শনিবার পর্যন্ত টানা পাঁচদিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, ঈদের ছুটিতে যে কোনো ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় টহল দেওয়া হবে।

jagonews24

আরও পড়ুন: বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, বন্দর এলাকায় বিশেষ নজরদারি নেওয়া হয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এ সময় একটু বেশি ভিড় হয়ে থাকে। সে কারণে ইমিগ্রেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস