ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জ মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৬ জুন ২০২৩

উত্তরবঙ্গে পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এজন্য মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন।

এদিকে, মহাসড়কে দূরপাল্লার বাসের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ির চলাচল। সড়কে বিপুল সংখ্যক মোটরসাইকেল ও প্রাইভেটকার চলতে দেখা গেছে।

সোমবার (২৬ জুন) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জাগো নিউজকে বলেন, সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোনো যানজট নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Eid-1.jpg

হাটিকুমরুল হাইওয়ে ওসি বদরুল কবীর জাগো নিউজকে বলেন, হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে কাজ করছে। এছাড়া মোবাইল টিমও কাজ করছে। আশা করছি, এবার ঘরেমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তির হবে।

ঢাকা থেকে সিরাজগঞ্জ ফেরা আব্দুল্লাহ সেখ বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্বে কিছুটা যানজট থাকলেও পশ্চিম পাশে কোনো যানজট নেই। নির্দিষ্ট সময়ের মধ্যেই কোনোরকম ভোগান্তি ছাড়া বাড়িতে পৌঁছেছি।

Eid-1.jpg

বঙ্গবন্ধু সেতু পশ্চিমের কড্ডা এলাকায় গেলে দেখা যায়, ঢাকার গাবতলী থেকে প্রাইভেটকারে যাত্রী নিয়ে বগুড়া যাচ্ছেন সোহেল। তিনি জাগো নিউজকে বলেন, উত্তরবঙ্গের মহাসড়কে যানচলাচল এতটা স্বাভাবিক থাকবে ভাবতে পারিনি। ঈদের আগে এরকম থাকলে গাড়ি চালিয়ে স্বস্তি পাওয়া যাবে। একটু বেশি আয়ও করা যাবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জাগো নিউজকে বলেন, এবার যানজটের ভোগান্তি ছাড়াই স্বস্তিতেই মানুষ বাড়ি ফিরছে। যানজট যেন না হয় সেজন্য কড্ডার মোড় ও হাটিকুমরুল গোল চত্বর এলাকায় মাইকিং করে চালকদের নির্দেশনা দেওয়া হচ্ছে। সেইসঙ্গে যানজট নিরসনে সহস্রাধিক পুলিশ সদস্য মহাসড়কে কাজ করছেন।

এম এ মালেক/এমআরআর/এমএস