ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কোরবানির চামড়ার অপচয় রোধে পশুহাটে লবণ বিক্রি

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৮ জুন ২০২৩

কোরবানির পশুর চামড়ার অপচয় রোধে গাইবান্ধার সুন্দরগঞ্জে লবণ বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। বুধবার (২৮ জুন) বিকেলে মীরগঞ্জ হাটে লবণ বিক্রি করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান। এসময় ক্রেতাদের হাতে গাইবান্ধা জেলা প্রশাসনের ঈদ শুভেচ্ছা বার্তা সম্বলিত ব্যাগে লবণ তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সঠিকভাবে সংরক্ষণ প্রক্রিয়া অনুসরণ না করায় অনেক চামড়া নষ্ট হয়ে যায়। এতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়। তাই কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণের জন্য মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন: কোরবানির চামড়ার ভালো ব্যবসার আশা, আছে শঙ্কাও 

গরুর হাটের পাশাপাশি লবণ বিক্রয়ের জন্য হাটগুলোতে পয়েন্ট করা হয়েছে। এ পয়েন্ট থেকে ২৫ টাকা কেজি দরে লবণ বিক্রি করা হচ্ছে।

jagonews24

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্রেতারা জানান, এভাবে আগে কখনো চামড়ার জন্য লবণ কেনা হয়নি। ফলে হঠাৎ যদি প্রয়োজন হয় তখন না পেয়ে দুর্ভোগে পড়তেন। এখন হাতের কাছে পেয়ে লবণ নিয়ে যাচ্ছি।

লবণ ক্রেতা আরিফুল ইসলাম বলেন, অনেক সময় লবণ সংকটে কোরবানির পশুর চামড়া নষ্ট হয়। প্রশাসনের এ উদ্যোগের ফলে চামড়ার মতো মূল্যবান সম্পদের অপচয় কমবে।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, দেশের প্রত্যন্ত এলাকার পশুর চামড়া ঢাকার ট্যানারি কারখানাগুলোতে পৌঁছাতে বেশ কয়েক দিন সময় লেগে যায়। তাই গরু ক্রয়ের সঙ্গে যারা চামড়া সংরক্ষণের জন্য লবণ কিনতে উদ্বুদ্ধ করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-নূর-এ-আলম জাগো নিউজকে বলেন, সব হাট ইজারাদারদের এ বিষয়ে বিশেষ সভা করে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি। ঈদের দিনেও যাতে কোরবানির পশুর চামড়া কোনোভাবে নষ্ট না হয় সে বিষয়টি নজরদারিতে থাকবে।

শামীম সরকার শাহীন/আরএইচ/জিকেএস