ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল আজহা উদযাপন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৯ জুন ২০২৩

সারাদেশেই আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে পালন হচ্ছে ঈদুল আজহা। তবে আজ রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিকে উপেক্ষা করেই ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ঠাকুরগাঁও:
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁওয়ের সব থেকে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয় জেলা কেন্দ্রীয় ঈদগা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। নামাজে ইমামতি করেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. খলিলুর রহমান।

ময়মনসিংহ:
অন্যদিকে ময়মনসিংহে বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ জামাতে আদায় করেছেন মুসল্লিরা। সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। পৌনে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে অংশ নিতে সকাল থেকে ছাতা হাতে বা বৃষ্টিতে ভিজে মানুষের ঢল নামে ঈদগাতে। নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ মাঠে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বরিশাল:
দেশ ও জাতীর অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বরিশালের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের প্রধান জামাতে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম এমপি, বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে অবিরাম বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদে। বৃষ্টি উপেক্ষা করেও নামাজের জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলা ১৩ উপজেলার প্রায় সাড়ে পাঁচ হাজার মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টায় বৃষ্টির মধ্যেই কিশোরগঞ্জের প্রথম ও প্রধান জামাত শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।

সেই জামাতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ বিশিষ্টজনরা ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

জেএস/এএসএম