ভোলায় ফিশিংবোট ডুবির পাঁচদিন পর ৫ জেলের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় ১৩ জেলে নিয়ে একটি ফিশিংবোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয় জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তবে নিখোঁজ ছিল আরও সাত জেলে।
রোববার (২৫ জুন) ফিশিংবোড ডুবির ঘটনাটি ঘটেছিল। ঘটনার পাঁচদিন পর নিখোঁজদের মধ্যে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। এখনও নিখোঁজ রয়েছে ২ জেলে।
মরদেহ উদ্ধার হওয়া জেলেরা হলেন-মো. হারুন মাঝি, শরীফ মাঝি, সাত্তার মাঝি, নুর ইসলাম মাঝি ও ফজলে করিম মাঝি। তাদের বাড়ি চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
আরও পড়ুন: নিরাপদ আশ্রয়ে যেতে ভোলায় মাইকিং
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল কিঞ্জল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৫ জুন রাতে মো. জাহাঙ্গীর নামের এক মাঝিসহ ১৩ জেলে নিয়ে চরফ্যাশন উপজেলার চর নিজাম সংলগ্ন তিন চর এলাকার সাগর মোহনায় একটি ফিশিংবোট ডুবে যায়। ঘটনার পরের দিন স্থানীয় জেলেরা দুইজনকে জীবিত উদ্ধার করে ও ২৭ জুন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্য আরও চার জেলেকে জীবিত উদ্ধার করে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও শুক্রবার সকালে নিখোঁজ জেলেদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। তবে এখনও নিখোঁজ রয়েছে দুইজন। নিখোঁজের সন্ধানে কোস্টগার্ড কাজ করছেন।
জুয়েল সাহা বিকাশ/জেএস/এএসএম