ঘূর্ণিঝড় মোখা

নিরাপদ আশ্রয়ে যেতে ভোলায় মাইকিং

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:৩১ এএম, ১৩ মে ২০২৩

ব‌ঙ্গোপসাগ‌রে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় ‌মোখার কার‌ণে ভোলাসহ বি‌ভিন্ন জেলায় ৮ নম্বর মহা‌বিপদ সং‌কেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে লোকজনদের নিরাপ‌দ আশ্রয়ে যেতে ভোলায় মাইকিং কর‌ছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূ‌চির (‌সি‌পি‌পি ) সদস‌্যরা।

শুক্রবার (১২ মে) রাতে ৮ নম্বর মহাবিপদ সং‌কে‌ত জারির পর থে‌কেই ভোলার সদ‌রের ধনিয়া ইউনিয়নের তুলাতু‌লিসহ জেলার সাত উপ‌জেলার বি‌ভিন্ন স্থা‌নে তারা মাইকিং কর‌ছেন।

ভোলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূ‌চির (সি‌পি‌পি ) উপ-প‌রিচালক মো. আব্দুল র‌শিদ বলেন, ৮ নম্বর মহা‌বিপদ সং‌কেত ঘোষণার সঙ্গে সঙ্গে আমা‌দের ১৩ হাজার ৬০০ সদস‌্য মা‌ঠে প্রচারণা মাইকিং শুরু ক‌রে‌ছেন। আমরা ঝুঁকি‌তে থাকা সব লোকজনকে নিরাপ‌দ আশ্রয়ে যাওয়া জন‌্য ব‌লে যা‌চ্ছি। এই মাইকিং চল‌তে থাক‌বে। এছাড়া শনিবার সকাল থে‌কে লোকজনদের আশ্রয়কে‌ন্দ্রে নেওয়ার কাজ শুরু কর‌বো।

এর আগে ৮ নম্বর মহা‌বিপদ সং‌কেত জারির পরপরই ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-ব‌রিশাল রু‌টের ফে‌রি চলাচল বন্ধ ঘোষণা ক‌রে বিআইড‌ব্লিউ‌টি‌সি।

জু‌য়েল সাহা বিকাশ/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।