ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানযট
মহাসড়কের সংস্কার কাজ চলায় ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানযটের সৃষ্টি হয়েছে। সাভার থেকে নবীনগর পর্যন্ত ১০ কি.মি. এলাকায় আটকা পড়েছে শত শত যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল পয়েন্টে ক্ষতিগ্রস্থ অংশের মেরামত কাজ চলছে। এ জন্য মহাসড়কের এক প্রান্ত দিয়ে দুই দিক থেকে আসা যানবাহন অতিক্রম করছে। ফলে যানযটের সৃষ্টি হয়েছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে সংস্কার কাজ শুরু হওয়ায় দিনব্যাপী এই যানযট থাকতে পারে। তবে যানবাহনগুলো যেন শৃংখলা বজায় রেখে চলাচল করে সেজন্য পুলিশ কাজ করছে।
আল-মামুন/এএইচ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি