নানা বাড়িতে বেড়াতে এসে মাদরাসাছাত্র নিখোঁজ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে খন্দকার সোয়ায়েব আলমগীর সীন (১২) নামের এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রোববার (২ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (৩০ জুন) উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রাম থেকে খন্দকার সোয়ায়েব আলমগীর সীন নিখোঁজ হন।
নিখোঁজ পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাদশা আলমগীর ও মরিয়ম বেগম শিরিনা দম্পতির ছেলে।
আরও পড়ুন: নাটোরে গরু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৯
জিডি সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বলরাম এলাকা থেকে নিখোঁজ হয় খন্দকার সোয়ায়েব আলমগীর সীন। তার চুল ছোট-বড়, মুখের আকৃতি গোলাকার, গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৪ ফিট ও ওজন ৪০ কেজি।
শিশুটির মা মরিয়ম বেগম বলেন, নিখোঁজের দিন আছরের নামাজের পর ছেলের সঙ্গে সর্বশেষ দেখা ও কথা হয়। এরপর খেলার কথা বলে বের হয়ে যায়। মাগরিবের নামাজের পর বাড়িতে না ফিরলে ছেলের নানা-নানীকে খোঁজ নিতে বলি। তখন তারা বলেন হয়তো আছে কোথাও। দেখো একটু পরেই হয়তো এসে যাবে। কিন্তু সে তো আসছে না। না দেখতে পাচ্ছি ছেলেকে না পারছি তার সাথে কথা বলতে। ছেলেকে না পেলে আমি বাঁচবো কাকে নিয়ে।
ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, নিখোঁজের ঘটনায় শনিবার রাতে নিখোঁজ ছেলেটির নানা মোফাজ্জল হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
শামীম সরকার শাহীন/জেএস/জেআইএম