ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আত্মীয়ের গায়ে হলুদ শেষে বাড়ি ফেরা হলো না কলেজছাত্রের

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৫:১০ পিএম, ০২ জুলাই ২০২৩

আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শুভ চন্দ্র শীল (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুলাই) দিনগত রাত ৩টার দিকে ফেনীর সোনাগাজী মুহুরি প্রজেক্ট সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয় শুভ। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২ জুলাই) দুপুরে তার মৃত্যু হয়।

শুভ ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের কালীচরণ মহাজন বাড়ীর জন্টু চন্দ্র শীলের ছেলে। সে ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেলো ভাই-বোনের

নিহত শুভর জেঠাতো ভাই চন্দন চন্দ্র শীল বলেন, শুভ তার বন্ধুর সাথে মোটরসাইকেল যোগে সোনাগাজীর মুহুরি প্রজেক্ট এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। সেখান থেকে গভীর রাতে ফেরার সময় মুহুরি প্রজেক্ট সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আশপাশের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে শুভ মারা যায়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন দাইয়ান জানান, সড়ক দুর্ঘটনার বিষয়ে পুলিশ জানে না। এ বিষয়ে কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/জিকেএস