ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আমদানির খবরে ৮০০ টাকার কাঁচামরিচ এখন ৩০০

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০২ জুলাই ২০২৩

আমদানির খবরে ফরিদপুরে অর্ধেকের নিচে নেমে এসেছে কাঁচামরিচের দাম। খুচরা দরে ৮০০ টাকা কেজির কাঁচামরিচ একদিনের ব্যবধানে কমে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (১ জুলাই) যে মরিচ খুচরা ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয় তা।

রোববার (২ জুলাই) বিকেল পর্যন্ত জেলার বাজারগুলোতে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হতে দেখা গেছে। এর আগে শনিবার (১ জুলাই) খুচরা ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয় কাঁচামরিচ।

আমদানির খবরে ৮০০ টাকার কাঁচামরিচ এখন ৩০০

খোঁজ নিয়ে জানা গেছে, প্রচণ্ড খরায় ফলন কম আসায় ও গাছ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে কাঁচামরিচ সংকট দেখা দিয়েছে। এ সুযোগে হঠাৎ কাঁচামরিচের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: বগুড়ায় অর্ধেকে নেমেছে কাঁচামরিচের দাম

ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড় এলাকার মোহাম্মদীয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক দাউদ আকন্দ জাগো নিউজকে বলেন, ‘হোটেলের জন্য শনিবার ৭০০ টাকা কেজি দরে মরিচ কিনতে হয়েছে। সেই মরিচ আজ বিকেলে নিউমার্কেট ও চক বাজার এলাকায় ৪০০ টাকা কেজি দরে কিনেছি।’

আমদানির খবরে ৮০০ টাকার কাঁচামরিচ এখন ৩০০

জেলার সবচেয়ে বড় মরিচ বাজার হিসেবে পরিচিত মধুখালী উপজেলা সদরের আড়তদার ও ব্যবসায়ী মো. আলম জাগো নিউজকে বলেন, ভারত থেকে আমদানির খবরে একদিনের ব্যবধানে ৮০০ টাকার মরিচ ৩০০ টাকায় নেমে এসেছে। কাল-পরশুর মধ্যে দাম আরও কমে যাবে। দু-একদিনের মধ্যেই মরিচের দাম আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।

এ বিষয়ে মধুখালী আড়ত মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ভবতোষ দাস বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে হঠাৎ করে বাজারে অস্বাভাবিক হারে কাঁচামরিচের দাম বেড়ে যায়। ভারত থেকে আজ ৩০ থেকে ৪০ ট্রাক কাঁচামরিচ এসেছে। এ খবরে হঠাৎ করে দর পড়ে গেছে। সামনে দাম আরও কমে যাবে।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম